জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে বরিশালে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের “আফতাব রিজিওনাল মিট” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর জিলা স্কুল সংলগ্ন বিএফজি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানির অপারেশন টিমের দায়িত্বে থাকা দাউদ হেলাল ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মাহবুবুর রহমান সরকার। হেড অফ নিউট্রিশন তানভির হোসেন। স্ট্র্যাটেজি ম্যানেজার রফিকুল ইসলাম শুভ। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা খামারীদের উদ্দেশ্যে খামার স্থাপনের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি ও সতর্কতা অবলম্বনের বিভিন্ন পরামর্শ দেন।
কোম্পানির সিইও মাহবুবুর রহমান বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত ও মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।
বিভিন্ন কোম্পানির ভেজাল ফিডের মাধ্যমে প্রাণী থেকে মানুষের দেহে নানা রকম রোগে ছড়িয়ে যাচ্ছে।
আমাদের রয়েছে বিশ্বসেরা প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা। যা খামারিদের ব্যবসা ও নিরাপদ খাবারের নিশ্চয়তা প্রদান করে।
তিনি আরো বলেন ভেজালমুক্ত ফিড উৎপাদনে আফতাব অসংখ্য পুরষ্কার অর্জন করেছ।
এ সময় উপস্থিত খামারিরা আফতাব ফিড ব্যবহারের পর তাদের পন্যের গুনগত মান ও উপকারের কথা তুলে ধরেন।