× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক।

রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলী পাড়া এলাকায় ৪১ বিজিবির অভিযানে ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেট আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে সিগারেট গুলো আটক করে।

আটককৃত সিগারেট এর মধ্যে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা। আটককৃত ভারতীয় সিগারেটগুলি কাপ্তাই ব্যাটালিয়ন কতৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে। 

প্রসঙ্গত এর আগেও গত ২২ সেপ্টেম্বর কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ওয়াগ্গা চেক পোস্ট থেকে ৪ হাজার ৪৯০ পেকেট অবৈধ ভারতীয় পেট্রোন সিগারেট সহ ১ ব্যক্তিকে গাড়িসহ আটক করা হয়। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছিলো। এছাড়া কাপ্তাই - চট্টগ্রাম সড়ক ও ঘাগড়া- বড়ইছড়ি এই দুটি সড়ক অবৈধ সিগারেট পাচারের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.