× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার মোটর সাইকেলে বাড়ি ফেরা হলো না জোবায়রা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদ্রাসা ছুটির পর শখ করে বাবার মোটর সাইকেলে করে বাড়ি ফেরা হলো না মোছা. জোবায়রা খাতুন (৮) নামের এক শিশুর। পথে মধ্যেই ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। আর গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি রয়েছেন বাবা জিন্নাহ আল।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)বিকেল হৃদয়স্পর্শী মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায়।

নিহত মোছা. জোবায়রা খাতুন উপজেলার মুলাডুলি বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হতাহতদের প্রতিবেশি আব্দুস সালাম জানান, মাদরাসা ছুটির পর মেয়েকে নিয়ে মোটর সাইকেলে চালিয়ে বাড়ি আসতেছিলেন জিন্নাহ আলী। পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে শিশু জোবায়রা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত অবস্থায় বাবা জিন্নাহকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদীর পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ আহমেদ জানান, চালক পালিয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.