যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খান জাহিদুর রহমান, আতিকুর রহমান লাবলু, জুবায়ের আহমেদ নাফি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক, জেলা ফুটবল কোচ, প্রাক্তন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাবৃন্দ।
১২টি কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজ টাইব্রেকারে পরাজিত করে খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজকে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ টাইব্রেকারে হারায় ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজকে। বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজ টাইব্রেকারে পরাজিত করে সাহেবরামপুর কবি কাজী নজরুল ইসলাম কলেজকে। ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ১–০ গোলে জিতে নেয় ম্যাচটি নুরুল আমিন ডিগ্রি কলেজের বিরুদ্ধে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দুটি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।