× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাঁতসকালে কার্ভাড ভ্যানের চাপায় প্রাণ গেলো যুবকের, আহত ২

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর):

১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্য স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কার্ভাড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান(২০) নামে এক যুবকের করুণ মৃত্য হয়েছে। নিহত রোমান পৌর এলাকার চরকুমিরা গ্রামের জসিম জমাদারের ছেলে। 

এই ঘটনায় বাপ্পি (১৮)  ও পিতা সোহাগ (১৭) নামে আরো দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তায় এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে ঘটে। বিক্ষুব্ধ জনতা এসময়ে কার্ভাড ভ্যান(ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) আটক করে এবং চালকসহ দুইজনকে আটক করার পর থানা পুলিশ কার্ভাড ভ্যান জব্দ ও গাড়ীর চালক ও সহযোগি দুই সহোদর ইমরান (২৬) ও মোঃ ইকরাম (২৩)কে আটক করেছে। 

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়ীটি জব্দ ও চালকসহ দুইজন আটক রয়েছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.