× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণভারতীয় পণ্য আটক

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের আওতাধীন কড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ডাব ও ভিভেল সাবান,  চাউল,  চকলেট, দারচিনি সহ বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রী আটক করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ এলাকা থেকে পণ্যগুলো আটক করা হয়। 

বিজিবি সুত্র জানায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময়  চোরাচালানীরা ভারতীয় পণ্যগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার সময় কোতোয়ালীবাগ নামকস্থানে বিজিবির ধাওয়া খেয়ে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পণ্যগুলো উদ্ধার পূর্বক হিলি শুল্ক অফিসে জমা দেন। যার সিজার মূল্য-৫০,৬০০/-টাকা।

পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্তে মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.