টাঙ্গাইলের মির্জাপুরে শ্রীমদ্ভগবত গীতা শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার সময় শিক্ষালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রীযুক্ত জ্যোতি বিনোদ গোস্বামী। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে রণদা নাট মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী চক্রবর্তী আশুতোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি শ্রীযুক্ত জ্যোতি বিনোদ গোস্বামী, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সুশীল কুমার ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী, উপজেলা ব্রাহ্মণ সংসদের সদস্য সঞ্জিত চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শ্রীমদ্ভগবত গীতার শিক্ষা, শ্লোক, দর্শন ও নৈতিকতার পাঠ দেওয়া হয়ে থাকে। এটি ধর্মীয় অনুশাসন ও জীবন দর্শনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা শিক্ষার্থীদের মধ্যে সততা বৃদ্ধিতে সাহায্য করবে।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ৩০জন শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।