খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড কালাডেবায় আবাসিক মসজিদ ও কবরস্থানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূমিদাতা অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস মোল্লার সভাপত্বিতে মসজিদ ও কবরস্থানে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহম্মদ ভুঁইয়া।
পরে মোনাজাত পরিচালনা করেন কালাডেবা জামে মসজিদের খতিব মুফতি আকরামুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্যসচিব মোঃ ফয়েজ আহম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ-আলম বাদশা, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ্, ভুমিদাতা মিন্টু কোম্পানী,উসমান গণি মোল্লা মসজিদ কমিটির সদস্যসহ মসজিদের মুসল্লি।
ভূমিদাতা কুদ্দুস মোল্লা মসজিদ ও কবরস্থান নির্মাণে ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনদের মুক্ত হস্তে দান করার আহ্বান জানান।