× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেড়যুগ পর মৌলভীবাজার চেম্বার নির্বাচন, বিএনপি সমর্থিত প্যানেলের জয়, জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক যুগে প্রবেশ করেছে মৌলভীবাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ শাসনামলে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে কোন নির্বাচনই হয়নি। অবশেষে দীর্ঘ  ১৬ বছর পর উৎসব আর শান্তির আবহে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বীতাও। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দীর্ঘ ৭ ঘন্টা পর ভোট গণনা শেষে চেম্বার ভবনের সামনে হাজারো ব্যবসায়ীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন- মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন খান। এর আগে ওইদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।

ফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় চেম্বারের বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন ও প্রধান নির্বাচন কমিশনার মো. অলিউর রহমান নির্বাচনকে উৎসবমুখর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে অর্ডিনারি সদস্য পদে -বিএনপি সমর্থিত ৭ ও  জামায়াত সমর্থিত  ৫  জন নির্বাচিত হন।  

এসোসিয়েট সদস পদে বিএনপি সমর্থিত ৪ ও জামায়াত সমর্থিত ২ জন নির্বাচিত হন। অর্ডিনারী পদে নির্বাচিতরা হলেন- ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (১ম)  জামায়াত,হাসান আহমেদ জাবেদ (২য়) বিএনপি, সৈয়দ মহি উদ্দীন আহমদ  শাহীন (৩য়) জামায়াত, মো. আব্দুল মুকিত (৪র্থ), আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ (৫ম) জামায়াত, সাইফুল ইসলাম টুটুল(৬ষ্ট) বিএনপি, এমদাদুল হক এমাদ(৭ম) বিএনপি, হাফেজ আহমদ মাহফুজ (৮ম) বিএনপি,আবু নোমান মুয়িন (৯ম)  জামায়াত,হানিফ মোহাম্মদ খান নিয়াজ(১০ম) বিএনপি, আবুল কালাম বেলাল (১১তম) বিএনপি ও জহিরুল ইসলাম জাকির (১২তম) বিএনপি। 

এসোসিয়েট সদস্য পদে ৬ জনের মধ্যে বিএনপি সমর্থিত ৪ ও জামায়াত সমর্থিত ২ জন  নির্বাচিত হন। এরা হলেন -মো. রুবেল মিয়া (১ম)  বিএনপি,মির্জা সোহেল বেগ (২য়)  বিএনপি,  দেলোয়ার হোসেন (৩য়) বিএনপি, সৈয়দ সালমান আহমেদ জুমান (৪র্থ)  বিএনপি, আলকাছর উর রহমান (৫ম)  জামায়াত ও মোক্তাদির হোসেন (৬ষ্ঠ)  জামায়াত।

এই নির্বাচনের মধ্যদিয়ে জেলার ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নেতৃত্বে বিএনপি পন্থীদের পাশাপাশি প্রথমবারের মতো জামায়াতে ইসলামী সমর্থিতদেরও উল্লেখযোগ্য হারে প্রভাব বেড়েছে। 

নির্বাচনের ফল ঘোষনার আগে চেম্বার সভাপতি সৈয়দ মুজাম্মেল আলী শরীফ বলেন- "আজকে উৎসবের আমেজে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।  আমরা যখন গত ৫ আগস্টের পর দায়িত্ব নেই। তখন এজিএমে কথা দিয়েছিলাম আমরা নির্বাচন দিব । আমরা আমাদের কথা রেখেছি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন"।  

প্রধান নির্বাচন কমিশনার অলিউর রহমান বলেন- "আপনারা গত তিনমাস যাবত ভোটারদের কাছে গিয়েছেন। এবং আমাদের পক্ষ থেকে যতোটুকু স্বচ্ছতা রাখা যায় সেই স্বচ্ছতার ব্যবস্থা করেছি। যদিও আপনারা জানেন আমি  একটি রাজনৈতিক দলের। তারপরেও এখানে যারা নির্বাচন করেছেন তারা সকলে আমার ওপর আস্থা রেখেছেন। তাদের আস্থা এবং ভালো বাসা আমি শেষ পর্যন্ত নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। সব কিছু উপেক্ষা করে আমি  নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেই ব্যবস্থা করেছি। আমার মনে হয় এবারের চেম্বারের নির্বাচন যেভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভবিষ্যতের জন্য তা সঠিক পথ দেখাবে"।

এর আগে চেম্বারের নির্বাচন সুষ্টু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান পাভেল,পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,  মৌলভীবাজার - ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী,সেক্রেটারি মো.ইয়ামীর আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.