পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবু হানিফ হাওলাদার দাবি করেছেন প্রতিপক্ষ নিজেরাই বসতঘরের বেড়া, দরজা-জানালা খুলে ফেললেও দায় চাপানো হয়েছে তার পরিবারের ওপর।
তিনি অভিযোগ করেন, নুরুল ইসলাম তালুকদারের স্ত্রী রাহিমা বেগম পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ভাঙচুরের নাটক সাজিয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তার ভাষ্য, কোনো মারধর বা হামলার ঘটনাই ঘটেনি; বরং জমি নিয়ে পূর্বের বিরোধ নতুন করে উস্কে দিতে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে, যা মাঝে মধ্যেই বিরোধে রূপ নেয়।
অন্যদিকে, রাহিমা বেগম দাবি করেছেন, তিনি হানিফদের হামলার শিকার হয়েছেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা চাইতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে দুমকি থানার কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। উভয় পক্ষকে আইনের প্রতি সম্মান রেখে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।