ফুলবাড়িয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় ফুলবাড়িয়া থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে ওসি বলেন, ফুলবাড়িয়া আইন-শৃঙ্খলা, মাদক, চোরাচালান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্বচ্ছ এবং নির্বিঘ্নে ভোট প্রদান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা । তরুণ সমাজকে ধ্বংস করে এমন মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফুলবাড়িয়া থানাকে দালালমুক্ত রাখার আশ্বাস দেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ ফুলবাড়িয়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, মোঃ সাইফুল্লাহ সাইফ ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে ইসলামপুর থানায় ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে বদলি হয়ে মাদারগঞ্জে আসেন। পরবর্তীতে বদলি হয়ে গত ৮ ডিসেম্বর ফুলবাড়িয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
তিনি বি.এস.এস (অনার্স), এম.এস.এস ও এল.এল.বি ডিগ্রিধারী এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার গর্বিত সন্তান।