বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক ২নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ মাগরিব ২নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের বাসার উঠানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস শুক্কুর। সঞ্চালনা করেন ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক এম এ খালেক।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম, লংগদু উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শুকতারা বেগম, সাধারণ সম্পাদিকা কুলসুমা বেগম,সহ সভাপতি মাকসুদা বেগম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ইসলাম এবং মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হানিফ খোকন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।