× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। 

মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের হাজার-হাজার কর্মী-সমর্থক অংশ নেন।

এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গোপালগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক সমশের মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বাকি ৭ ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান। 

আগামী ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।

এসময় তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.