ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার ( ১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা , 'হাদির ওপর হামালা কেন, হাদির মাথায় গুলি কেন, প্রশাসন জবাব চাই, গুলির মুখে কথা কবো , আমরা সবাই হাদি হবো , তুমি কে আমি কে-হাদি হাদি' ইত্যাদি বলে স্লোগান দেন।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ইন্টেরিমকে বলতে চাই আপনারা যতদিন ক্ষমতায় আছেন স্বৈরাচারের দোসর, চাঁদাবাজ যারা আছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।
সমাবেশে কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওসামা বিন হারুন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা সন্ত্রাসীদের গ্রেফতর দেখতে চাই। আমরা জুলাই ভাইদের রক্ত আর দেখতে চাই না।
কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ইউশাহ বিন আলম বলেন, আমি মানে হাদি, আমরা মানেই হাদি , আজকে হাদির ওপর হামলা হয়েছে কালকে জুলাইয়ের পক্ষের প্রত্যেকের ওপর হামলা হবে। তাই প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যারা হাদির ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।
কলেজের একই বিভাগের আরেক শিক্ষার্থী মনিরুজ্জামান মারুফ বলেন, তরুণদের বাকরুদ্ধ করতেই হাদির ওপর হামলা করা হয়েছে। আমরা তরুণদের আর বাকরুদ্ধ করতে দিবো না। প্রয়োজন হলে দেশের মাটিতে আবারও জুলাই নেমে আসবে।