× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ আসনে দোয়া মাহফিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯–১০ নম্বর ওয়ার্ড) আসনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে মহান আল্লাহর রহমত কামনা করেন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন এবং সঞ্চালনা করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

কাজী মো. মহিউদ্দিন, সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলা বিএনপি

জয়নাল আবেদীন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

নুরুদ্দিন জাহাঙ্গীর, সদস্য, উপজেলা বিএনপি; সাবেক সভাপতি, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি

এম আর চৌধুরী মিল্টন, সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল

এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, সাবেক আইন বিষয়ক সম্পাদক, সীতাকুণ্ড পৌর বিএনপি; অতিরিক্ত জেলা পিপি

ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ:

বাড়বকুণ্ড ইউনিয়ন: আবুল কালাম আজাদ (সভাপতি), সাখাওয়াত হোসেন রাসেল (সাধারণ সম্পাদক)

সৈয়দপুর ইউনিয়ন: কাজী এনামুল বারী (সভাপতি)

বারৈয়াঢালা ইউনিয়ন: আবু জাফর ভূঁইয়া (সভাপতি)

মুরাদপুর ইউনিয়ন: আকবর হোসেন (সভাপতি), সারোয়ার কামাল (সাধারণ সম্পাদক)

কুমিরা ইউনিয়ন: শামসুদ্দোহা (সাবেক সভাপতি), ইদ্রিস মিয়া মনির (সাবেক আহ্বায়ক)

সোনাইছড়ি ইউনিয়ন: নাজিমউদ্দৌলা (সাবেক সাধারণ সম্পাদক)

পৌর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ:

মো. আলমগীর ইমরান (সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড)

মো. শামসুদ্দিন (সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড)

মো. নুরুল আলম বাবুল (সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ড)

মো. নুরুল মোস্তফা (সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড)

মোহাম্মদ সালাউদ্দিন (সাধারণ সম্পাদক, ৯ নম্বর ওয়ার্ড)

মো. কামরুল হাসান (সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড)

এ ছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহিদুল আলম আবির, সাবেক সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দল; মো. রেজাউল করিম রেজা, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল; মেহেদী হাসান জনি, সিনিয়র সহসভাপতি, ৪ নম্বর ওয়ার্ড যুবদলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার রোগমুক্তি ও সুস্থতা জাতির প্রত্যাশা।”

তারা দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং ‘আগস্ট বিপ্লব’-এর সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.