× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সব সময় মাটি ও মানুষের কথা বলেছেন, এ অঞ্চলের মানুষের মুক্তি কথা বলেছেন- সাদিক কায়েম

পিরোজপুর প্রতিনিধি:

১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর সব সময় এ অঞ্চলের মাটি ও মানুষের কথা বলেছেন, এ অঞ্চলের মানুষের মুক্তি কথা বলেছেন। বাংলাদেশ একটি অপারিত সম্ভাবনার দেশ, সেই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় সেই কথা বলেছেন। তিনি যখন এমপি ছিলেন তখন তিনি দেখিয়েছেন কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে অন্য ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হয়। কিভাবে একটা দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়। কিভাবে কৃষকের অধিকার নিশ্চিত করতে হয়। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হয়। ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় এবং সকল মানুষের ন্যায্য হিসেব কিভাবে বুঝিয়ে দিতে হয়। জনগণের যে ক্ষমতা কিভাবে সে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হয় সেগুলো আমরা হুজুরের জীবনী থেকে ও কর্মকান্ড থেকে দেখেছি।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, এই পিরোজপুরের সাথে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনার যে আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই ইনসাফের পক্ষে লড়াই, সত্যের পক্ষে যে লড়াই সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন মেডিকেল ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয় সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি আল্লামা সাঈদীকে যারা কারাগারে অন্যায় ভাবে আটকে রেখেছে যারা অন্যায় ভাবে তাকে হত্যা করেছে তাদের শেষ দেখে ছাড়বো। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়বো। আজকের তরুণ প্রজন্মের যে চিন্তা আধিপত্য বাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে তাদের যে লড়াই সেই লড়াইয়ের বীজ আল্লামা সাঈদী হুজুরেরা বপন করে গিয়েছেন।

এসময় তিনি গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে বলেন, আপনারা জানেন আমাদের জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের নতুন রাজনীতির যে কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সব সময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন শরিফ ওসমান হাদি আমাদের বরিশালেরই সন্তান। আজকে শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি করেছে। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ তায়ালা যেন সেই ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত রাখে। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি শরিফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

সাদিক কায়েম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করবো এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই সন্ত্রাসীদের দ্রুত সময় যেন চিহ্নিত করা হয়, একই সাথে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।

পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপণ্ডিতে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইব এর সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.