মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (শ্রীনগর-সিরাজদিখান) মুন্সীগঞ্জ-১আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয় লাভের জন্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাঁসাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হাঁসাড়া বাজার মাঠে এই দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল আল-মামুনের সঞ্চালনায় দোয়া ও সমাবেশে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ আব্দল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি রুহুল আমিন হুমায়ুন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহন মোড়ল, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন লিটন, নির্বাহী সদস্য মুনসুর বেপারী, মহসিন মোড়লসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সাথে নির্বাচনে অংশ নিবেন৷ দল আমাকে ধানের শীষে মনোনীত করেছে৷ ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হতে পারি, মুন্সীগঞ্জ-১ এ আর মাদক থাকবে না, মাদকমুক্ত সমাজ গড়বো৷
এই অঞ্চলে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো।
সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।