× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। 

মিছিলে অংশগ্রহণকারিরা “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আবু হাসানের সঞ্চালনায় ছাত্রজনতার পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমদ, মাহফুজ খান সামি, তানভির আহমদ, আব্দুল্লাহ আল মাছুম ও আহমদুল হাসান প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাদি ভাই। সন্ত্রাসীরা যেভাবে তাকে হত্যার চেষ্টা করেছে, তা পরিকল্পিত। যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয়, আমরা আবার রাজপথে নামব।

তারা আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে বলছি দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ভারত থেকে পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা তা ভেঙে দেব।” 

উল্লেখ্য, ঢাকার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.