উদয় এইড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কবিরহাট মডেল মাদ্রাসার শিক্ষার্থী সালেম ইবনে গুলজার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নুরুন্নাহার, যুগ্ম সচিব (প্রশাসন),প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন,মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বেসরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয় এইড ফাউন্ডেশনের এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরুল হায়দার চৌধুরী,অতিরিক্ত জেলা জজ(কক্সবাজার), এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
এছাড়াও বক্তব্য দেন প্রফেসর আব্দুল মান্নান (বাংলাদেশ শিক্ষা বোর্ড, ঢাকা) এবং কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান।
উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি কার্যক্রমে এ বছর প্রায় ৮ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে ১৩ জন, এবং সাধারণ বৃত্তি লাভ করে ৪৫০ জন শিক্ষার্থী।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে একজনকে “ট্যালেন্ট অব দ্য ইয়ার” হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়। বাকি ১২ জন ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা ও সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, অভিভাবক এবং উদয় এইড ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, উদয় এইড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান।