× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল ছকিনা বেগমের, খতিয়ে দেখা হচ্ছে ডাকাতি নাকি পরিকল্পিত হত্যা

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরে নিজ ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ড ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে, নাকি পূর্বপরিকল্পিত—সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।

পরিবারের সদস্য ও প্রতিবেশীদের চিৎকারে স্থানীয়রা ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বজনদের দাবি, ঘর থেকে কোনো মালামাল বা টাকা-পয়সা খোয়া যায়নি। তবে স্থানীয়দের একটি অংশের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, “প্রাথমিকভাবে পূর্বশত্রুতা কিংবা পরিকল্পিত হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উভয় দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.