চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে চাঁদপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মোশারফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অমুষ্ঠিত হয় ৷
মতবিনিময়ে চাঁদপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মোশারফ হোসেন সকলের কাছে দোয়া চেয়ে আলেমওলামাদের সার্বিক সহযোগীতা কামনা করেন ৷
মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) এর মনোনিত প্রার্থী মোঃ মোশারফ হোসেনের সফর সঙ্গী মোঃ কাউছার আহমেদ (মিন্টু) মতলব দক্ষিণের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারী মাওলানা মোঃ নোমান , মতলব উত্তরের বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিউদ্দিন,সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমানাতুল্লাহ (রানা)
১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সহ-সভাপতি: মোঃ আবুল কাশেম সেক্রেটারী: মোঃ জাহাঙ্গীর হোসেনসহ মতলব দক্ষিণ উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ৷