× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে তিন দলের বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি। শুক্রবার রাত ও শনিবার দুপুরে নীলফামারী শহরে এসব কর্মসূচি পালিত হয়।

দলগুলো নিজ নিজ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলগুলো দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম. হাছিবুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। দেশে একটি স্বৈরাচারী গোষ্ঠী পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। শরীফ ওসমান হাদীর ওপর যেভাবে গুলি চালানো হয়েছে, তা বর্বরোচিত ও নিন্দনীয়।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—আর কোনো স্বৈরাচারী শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। যদি হাদীর কোনো ক্ষতি হয়, তবে এর দায় রাষ্ট্রকেই নিতে হবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

বিএনপি নীলফামারী জেলা শাখার প্রতিবাদ কর্মসূচিতেও নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে তিন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.