× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি  ৷

শনিবার ( ১৩ ডিসেম্বর ) দুপুরে লুধুয়া আঞ্চলিক মহাসড়কে এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রতিবাদ মিছিলটি লুধুয়া থেকে শুরু হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয় হয়। পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, ড. মো:  জালাল উদ্দিন।

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তা আর হতে দেয়া যাবে না। যারা ওছমান হাদীকে গুলি করেছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসর। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত সেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন।

ড.  মো: জালাল  উদ্দিন আরো বলেন, হাদীকে গুলি করা মানে আমাদের সবাইকে গুলি করা। সুতরাং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা মানতে পারি না। আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। আমরা তার নেতৃত্বে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত মিয়াজি সহ শত শত নেতাকর্মী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.