× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদীর উপর হামলার ঘটনায় নবীনগরে বিএনপি'র প্রতিবাদ মিছিল

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদীর উপর ঢাকায় হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩-১২-২৫) বিকালে নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে উপজেলা পরিষদ রোডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো বক্তব্য প্রদান করেন। 

নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য  রাখেন উপজেলা বিএনপির যুব বিষরক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, সহ-যুব বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম খাদেম, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হীরা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, মো. আলমগীর হোসেন, নবীনগর পৌর ছাত্র দলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন, ছাত্র দল নেতা মাজেদুল ইসলাম, আশিকসহ অন্যান্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.