লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরের সর্দার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রায়পুরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়িব হাসান। অভিযানকালে গ্রেফতার রবিউল ইসলামের কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার রবিউল ইসলাম রায়পুর পৌরসভার সর্দার বাড়ি গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার আসামিকে পরবর্তীতে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান চলাকালে রায়পুর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও রায়পুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।
এদিকে স্থানীয়রা জানান, মাদক নির্মূলে যৌথ বাহিনীর এমন অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।