চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় নিহত বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার(১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে তোশিকুর ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়।
বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান এবং সদর মডেল থানার পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশি পুলিশের পক্ষে মরদেহ গ্রহণ করেন সুকোমল চন্দ্র দেবনাথ।
তিনি জানান, তোশিকুরের ডান কাঁধ থেকে বুক পর্যন্ত ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার ভারতের ভাগিরথী নদী থেকে তোশিকুরের মরদেহ উদ্ধার করে জঙ্গিপুর থানা পুলিশ। নিহত তোশিকুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
পরিবারের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তোশিকুরের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা কার গুলিতে তার মৃত্যু হয়েছে-এ বিষয়ে বিএসএফ নিশ্চিত করতে পারেনি। এদিকে পরিবারের দাবি, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তোশিকুরকে গুলি করে হত্যার পর ভারতের ভাগিরথী নদীতে ফেলে দেওয়া হয়। পরে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ তোশিকুরের মরদেহ নদী থেকে উদ্ধার করে।