× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে হাদীর উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যেগে ইনকিলাব  মঞ্চের মুখপাত্র ও সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ই ডিসেম্বর)  বিকেলে জেলার প্রধান বানিজ্যিক শহর চৌমুহনীর পাবলিক হল মিলনায়তনের সামনে প্রতিবাদ সভা পরবর্তীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

 মিছিলটি পাবলিক হল মিলনায়তন থেকে শুরু হয়ে চৌমুহনীর প্রধান সড়ক পদক্ষিন করে হোয়াইট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস,  সদস্য সচীব মোঃ মাহফুজল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন,  সদস্য সচীব মোঃ মহসীন আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ কমিশনার, উপজেলা যুবদলের সদস্য সচীব মহি উদ্দি রাজু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম বাহার, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আদনান হোসেন শিপন,  উপজেলা সেচ্চাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম,  সদস্য সচীব মোঃ ওমর ফারক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন মানিক, জসিম উদ্দিন, পৌর জাসাসের আহ্বায়ক শাহজাহান চৌধুরী রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন রুবেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

নেতারা এসময় হাদীর উপর হামলার কারীদের দৃষ্টান্ত মুলূক শাস্তি দাবী করেন এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের প্রতিহত করা হবে কঠিন হুশিয়ারি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.