ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলা প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবাদ মিছিল হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাআলম, আলতাব হোসেন, আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, সাবেক ভিপি আজম মৃধা, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল প্রমুখ।