ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল বারী, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রেজহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অতীতে একাধিক জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।