× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা নির্বাচন চায় না তারা হাদির উপর পরিকল্পিত গুলিবর্ষণ করেছে: মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষনের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে শহরের রাজপথে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শহরের শমসেরনগর সড়কের আনহার মেডিকেলের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি চৌমুহনা হয়ে সাইফুর রহমান সড়কের হামিদীয়া পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরীর সঞ্চালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ-উর রহমান, ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার ইমন, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুকিত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামীলীগের দোসররা যে চক্রান্ত শুরু করেছে, ইনশাআল্লাহ তাদের চক্রান্ত সফল হবে না। নির্বাচন বানচালের অংশ হিসেবে ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমনিভাবে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকেও সতর্ক অবস্থায় থাকতে হবে।   

সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন,একটি মহল যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা ওসমান হাদির উপর পরিকল্পিত গুলিবর্ষণ করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই গুলি করুন, যতই বোমা মারুন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য ১৬ বছর অপেক্ষা করেছে। বাংলাদেশের মানুষ আর একদিনও অপেক্ষা করতে চায় না। বাংলাদেশের মানুষ ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। সুতরাং সঠিক পথে আসুন,নির্বাচনের পথে আসুন, নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করুন। এই সমস্ত চোরাগুপ্তা হামলা, এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে কোন লাভ হবে না।   


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.