× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে যুবকের মুখ থেতলানো, চোখ উপড়ানো লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেনের (২২) মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ পাওয়া গেল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ফিলিং স্টেশনের পাশের ঝোপের মাঝে। তার মুখ ভারী কোন বস্তুর আঘাতে থেতলানো ছিল। খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।   নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশী ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি মহাসড়কের ধারে ঝোপের মধ্যে দেখা যায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, সাধারণ ডায়েরীর পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু শনিবার তার লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.