মাদারীপুর জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর সরকারি কলেজ। শনিবার (১৩ ডিসেম্বর) মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারীপুর সরকারি কলেজ ১-০ গোলে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির এবং জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খান জাহিদুর রহমান, আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি।
উক্ত টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। আগামী ১৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিভাগীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল অংশগ্রহণের সুযোগ পাবে।