ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার চেষ্টা প্রতিবাদে নাটোরে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে এই মশাল মিছিল বের করেন তারা। মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় মশাল মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে হাদীর উপরে গুলি বর্ষণ করে হত্যার চেষ্টাকারী এবং এর নেপথ্যে যারা কাজ করছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।