ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে জয়পুরহাটে সীমান্ত এলাকায় সর্তকতা জারি করেছে বিজিবি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিদ্যমান সীমান্ত পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা বিবেচনায় উচ্চ সতর্কতা গ্রহণ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত ও শহর এলাকায় একাধিক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরবাইকসহ এলোমেলো বা বিচ্ছিন্নভাবে চলাচলকারী এবং ক্ষণস্থায়ী ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক পৃথক টহলদলের মাধ্যমে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না হওয়ার লক্ষ্যে পুলিশ স্টেশনগুলোর পাশাপাশি জয়পুরহাট শহর এলাকায় ০২টি পিকআপযোগে সশস্ত্র বিজিবি সদস্য দ্বারা বিশেষ টহল জোরদার করা হয়েছে।