সারাদেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকল অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন এবং বৌদ্ধ ভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান সভাটি সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান উপজেলা মডেল মসজিদের খতীব মুফতি আহসান উল্যাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার এছাড়া, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।