১৯৭১ সালে শহীদ অধ্যাপক লুৎফুর রহমানসহ হাজারো বীর শহীদ বুদ্ধিজীবিদের মহান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত জেলা সদরের কাউতলী মোড়ে অবস্থিত ‘সৌধ হিরন্ময়ে’ শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও সদর উপজেলা কমান্ড, সিভিল সার্জন কার্যালয়, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর উপজেলা পরিষদ, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গার্লস হাই স্কুল, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ, পৌর কলেজ, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী, তিতাস আবৃত্তি সংসদ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডসহ বিভিন্ন সংগঠন।
সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ্্ মোঃ আবদুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, ওয়াছেল সিদ্দিকী, আবু হুরায়রাহ, সমাজসেবা উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। আমরা বর্তমান প্রজন্মের যারা রয়েছি তারা মুক্তিযুদ্ধ দেখিনি। মা বাবার মুখে আমরা মুক্তিযুদ্ধের ঘটনা চিত্র শুনেছি, কিভাবে হয়েছিল মুক্তিযুদ্ধ তা জেনেছি।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, আমাদেরকে যার যার অবস্থান থেকে আইন মেনে চলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য করে জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে।