শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা যাচাইয়ের লক্ষ্যে ৪র্থ ফিউচার ক্যাডেট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ গত ১৩ ই ডিসেম্বর কক্সবাজার মডেল কেজি এন্ড স্কুলে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় শুধুমাত্র পঞ্চম শ্রেণির ২০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
এদিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকরাও তাদের মতামত জানান। একজন অভিভাবক বলেন,“এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে।”আরেক অভিভাবক জানান,“পরীক্ষার পরিবেশ খুব সুন্দর ও সুশৃঙ্খল ছিল। ফিউচার ক্যাডেটের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।
একজন শিক্ষার্থী বলেন,“প্রশ্নগুলো মানসম্মত ছিল। পরীক্ষা দিতে পেরে আমি খুব আনন্দিত। অন্য এক শিক্ষার্থী জানায়,“এই পরীক্ষার মাধ্যমে আমি নিজের প্রস্তুতি যাচাই করতে পেরেছি এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পেয়েছি।”
এ সময় ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক ইন্জিনিয়ার মিজানুর রহমান বলেন,“মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের সঠিক পথে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই ৪র্থ ফিউচার ক্যাডেট মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গত ১৩ই ডিসেম্বর থেকে ফিউচার ক্যাডেটে একাডেমির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ৬০ শতাংশ ভর্তি ফি ছাড়ে (ডিসকাউন্ট) এ ভর্তির সুযোগ পাচ্ছে।
পরীক্ষার পাশাপাশি ফিউচার ক্যাডেটে ভর্তির প্রচারণা কার্যক্রমও পরিচালনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আয়োজক কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ ক্যাডেট প্রস্তুতির লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়। ###