মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুরে হযরত কম্বলশাহ ও দানুশাহ(রহ:) এবং সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
প্রায় ১শ বছর গানবাজনার মাধ্যমে ওরস শরিফ অনুষ্ঠিত হবার পর এই ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো ৷ মাফিলের আয়োজকরা বল্লেন পূর্বে যারা ওরসের আয়োজন করতো তাদের ঐটি সঠিক ছিলো না ৷ ইনশাআল্লাহ আমরা এখন ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠান করার মাধ্যমে সঠিক পথে আছি ৷ অত্র এলাকার ৬৬টি মসজিদের ইমামগণ এবং এলাকার সচেতন মহলের উদ্যােগে ওরস শরিফ ও গানবাজনার পরিবর্তে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বলে উপস্থিত সাংবাদিকদের কে জানান মাহফিলের আয়োজকরা ৷
শনিবার (১৩ ডিসেম্বর) সরকার বাড়ী পরিবারবর্গ ও আলেম ওলামাদের আয়োজনে নতুন মোহনপুর কম্বলশাহ বাড়ী মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে
প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন, মুফতি আমজাদ হোসেন আশরাফী,প্রধানআলোচক হিসেবে ওয়াজ করেন, মুফতি আরিফ জাব্বার কাসেমী,বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, আলহাজ্ব মাওলানা জাকারিয়া লাহরী ৷
মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর- আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মোশারফ হোসেন এবং তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিসের মতলব উত্তর উপজেলার
সভাপতি মাওলানা শফিউদ্দিন সাহেব,
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমানাতুল্লাহ (রানা) পশ্চিম ফতেপুর ইউনিয়নের সেক্রেটারী মোঃ জাহাঙ্গির হোসেন, সমাজসেবক কাউসার আহমেদ ( মিন্টু),সহ বিভিন্ন এলাকার আলেমগণ ও মুসুল্লিগণ ৷