× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থগিত নেতা পুনর্বহাল: আটারকছড়া বিএনপিতে ক্ষোভ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আটারকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বটতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. চাঁন মিয়া মেম্বারের একটি অশ্লীল অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জনমনে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি আমলে নিয়ে জেলা বিএনপির নির্দেশে উপজেলা বিএনপি ১২ অক্টোবর ২০২৫ তারিখে তার দলের সকল পদ-পদবি স্থগিত করে।

বক্তারা বলেন, ওই সিদ্ধান্তের ফলে এলাকায় বিরাজমান উত্তেজনা প্রশমিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে পরবর্তীতে ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযোগ প্রমাণিত হয়নি—এমন যুক্তিতে উপজেলা বিএনপি হঠাৎ করে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়, যা নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দেয়।

তারা আরও জানান, চাঁন মিয়াকে পুনর্বহাল না করার দাবিতে গত ৯ ডিসেম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন উপেক্ষা করে তাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, এ সিদ্ধান্তের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের বিতর্কিত নেতৃত্ব বহাল থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে আটারকছড়া ইউনিয়নে বিএনপির ভোট ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. চাঁন মিয়াকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন (মকুল)। এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইলসহ আটারকছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.