ছবি: সংবাদ সারাবেলা।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দাদের নিয়ে গঠিত ‘মহেশখালী সমিতি-ঢাকা’র’ বার্ষিক পারিবারিক মিলনমেলা ও পিকনিক জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলাস্থ নয়নাভিরাম সিসিইউএলভি রিসোর্টে এই পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সমিতির উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যসহ মহেশখালীর প্রায় সাত শতাধিক অধিবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই মিলনমেলা পরিণত হয় এক আনন্দ উৎসবে।
দিনের শুরুতে বিভিন্ন বয়সের সদস্যদের জন্য ছিল নানা ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার ব্যবস্থা। ছোটদের জন্য দৌড় প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য ঐতিহ্যবাহী বালিশ খেলা আগত সকলের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করে। পুরুষদের জন্য ছিল ফুটবল দিয়ে গোল করা প্রতিযোগিতা এবং ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাম’ ও ‘উইংস’ দুটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগায়। এতে উইংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাধুলার সব ইভেন্ট দক্ষতার সঙ্গে সমন্বয় করেন সমিতির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার তৌহিদুল আলম সবুজ এবং আশেক ওসমানী রানা।
শিশুদের পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজ। ভোজে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সাথে নানা ধরণের সুস্বাদু খাবার ও মহেশখলীর মিষ্টি পানের আয়োজন। বিশাল অডটরিয়ামে মেজবানের সঙ্গে পুরোনো দিনের আড্ডা, হাসি-ঠাট্টা আর স্মৃতিচারণায় মেতে ওঠেন সকলে।
এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম জানান, “কর্মব্যস্ত জীবনে এই ধরনের মিলনমেলা আমাদের হৃদয়ের টানকে আরও মজবুত করে। পারিবারিকমিলন মেলার মধ্য দিয়ে যেন মহেশখালীর মাটির গন্ধ ও উষ্ণতা ফিরে পাওয়ার ব্যবস্থা করা হলো।” এই বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহেশখালীর বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের এক দৃঢ় বন্ধন সৃষ্টি করে।
এছাড়াও শিশুদের জন্য কমন গিফটের পাশাপাশি সব ক্রীড়া ইভেন্টেই ছিল আকর্ষণীয় পুরস্কার, যা অংশগ্রহণকারীদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
সাংস্কৃতিক পর্বে ছোট বাচ্চাদের মনের মতো পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। সাবেক সভাপতি প্রফেসর সিরাজুল হক-এর আঞ্চলিক গান বরাবরের মতোই উপস্থিত সবার মন জয় করে নেয়। কালীগঞ্জ শিল্পকলা একাডেমি-র শিল্পীদের মনমুগ্ধকর নৃত্য এবং টেলিভিশনের নিয়মিত শিল্পীদের সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে আরও সমৃদ্ধ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী আবহে বুফে খাবার ও মহেশখালীর মিষ্টি পান সবার জন্য ছিল বাড়তি আকর্ষণ।
এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। তার আগে সমিতির কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী মহেশখালীর সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে উপস্থিত সুধীজনের সামনে একটি লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন; উপস্থিত ৩ এমপি পদ প্রার্থী সহ রাজনৈতিক নেতৃত্ব সহমত পোষণ করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।
আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরাফাত ভুঁইয়া, কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও মহেশখালীর সন্তান এটিএম কামরুল ইসলাম, মেজর (অব.) লোকমান, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আয়োজনের আহ্বায়ক সরোয়ার কামাল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা দায়রা জাজ মোহাম্মদ এরফান উল্লাহ, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব সরোয়ার কামাল, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম, উপদেষ্টা আতাউল্লাহ খান, উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রফেসর ডা. সিরাজুল হক,আবদু শুক্কুর সিআইপি, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম সুজা উদ্দিন, জামায়াত প্রার্থী সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ ।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন: এডভোকেট নুরুল ইসলাম, কৃষিবিদ আক্তার হামিদ, ড. সাদাত উল্লাহ খান, মোহাম্মদ নুরুল আলম-সিও জেএম আই এলপিজি, সাবেক ছাত্রনেতা ফরিদ মিয়া আরমান, মো. জাহাঙ্গীর আলম, এস এম কামাল পাশা, সাজ্জাদ হেলাল উদ্দীন, জাহাঙ্গীর মো. মাহবুব উল্লাহ, এস এম সেলিম, মাঈনুল ইসলাম খোকন সহ সমিতির কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, মহেশখালী থেকে আগত বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবি ও ঢাকাস্থ ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানের মূল সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম। সঞ্চালনায় সহযোগিতা করেন এডভোকেট জসিম উদ্দিন, শিক্ষক অংকিতা আহমেদ রুবি, আশেক ওসমানী রানা ও আনসারুল করিম।
সবশেষে মনোমুগ্ধকর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামী দিনেও এমন আনন্দঘন আয়োজনে আবার দেখা হবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. সরোয়ার কামাল অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। এই মিলনমেলা আবারও প্রমাণ করেছে—ঐক্য, সৌহার্দ্য ও সম্মিলিত উদ্যোগই মহেশখালী সমিতি–ঢাকা’র শক্তি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
