× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থলী প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির রাজস্থলীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএনও স্পষ্ট করে বলেন, নিরপেক্ষতার নামে উদাসীনতা নয়—মানবিকতা ও বিবেকের পক্ষেই থাকতে হবে সাংবাদিকতাকে।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, সাংবাদিকদের লেখনি সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি চোখে পড়লে তা তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আপনাদের কলমই রাজস্থলী উপজেলাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।

মতবিনিময় সভার শুরুতে উপজেলা প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, রাজস্থলীর সাংবাদিকরা সবসময় উন্নয়নমুখী ভূমিকা পালন করে আসছেন। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে উপজেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। অবাধ তথ্যপ্রবাহ ও পারস্পরিক সহযোগিতাই আমাদের প্রত্যাশা।

সভায় প্রেসক্লাব সভাপতি আরও বলেন, আমরা নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকার পক্ষপাতী নই—বিবেকই আমাদের একমাত্র পক্ষ। ত্রুটি তুলে ধরলে যেন সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি না হয়ে বরং তা উন্নয়নের সহায়ক হয়, সে বিষয়ে ইউএনওর সহযোগিতা কামনা করেন তিনি।

সভা পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান। এ সময় উপস্থিত ছিলেন উচ্চপ্রু মারমা, মিন্টু কান্তি নাথ, হারাধন কর্মকার, চাথোয়াইমং মারমা, নুশরাত জাহান নিশু, আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ, কাইযুম হোসেন মিরাজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভাশেষে ইউএনও সেলিনা আক্তার ‘২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, আজ জাতি সাংবাদিকদের দিকে তাকিয়ে আছে। গণআন্দোলন আমাদের শিখিয়েছে—সত্য উচ্চারণই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় রাজস্থলীতে সুশাসন ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.