নরসিংদীতে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫' উপলক্ষ্যে নরসিংদীতে 'অভিবাসন বিষয়ক অংশীজন সভা' অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নরসিংদীর আয়োজনে যাত্রা-পূর্ব প্রশিক্ষণ হল, ডিইএমও, নরসিংদীতে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক এটিএম দাউদুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওভারসিজ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সম্পৃক্ত করে অভিবাসন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীর অধিকার ও মর্যাদা রক্ষা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন
প্রধান অতিথি আবু তাহের মো: শামসুজ্জামান তার বক্তব্যে বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানাতে হয়। একইসাথে তিনি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।