রামপালে বিনম্র শ্রদ্ধা ও স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) নানান কর্মসূচীর মধ্য দিয়ে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮ টায় ডাকরা বধ্যভূমির শহীদ বেদীতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে স্মৃতি সৌধের পাদদেশে স্মরণ সভা, আলোচনা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
এ সময় বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন সহ কমান্ডার অতীন্দ্র নাথ হালদার দুলাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ভোজপাতিয়া বিএনপির সভাপতি মো. আল আমীন, উপজেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পেড়িখালী ইউনিয়ন জামায়াতের আমীর ফকির গোলাম মাওলা প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদদের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। ওই সময় সমাজসেব কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, এম, এ সবুর রানা, আবুল কালাম আজাদ
প্রমুখ। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।#