× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে দেশের মেধাবী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ—এ কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান (বিবেক), সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান আখি প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.