× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি'র শ্রদ্ধা নিবেদন

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জঃ- শহীদ

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ শহীদ স্মৃতিসৌধে জেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির জন্য এক বেদনাবিধুর অধ্যায়।স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি।একই সঙ্গে সিরাজগঞ্জ মুক্ত দিবস আমাদের সংগ্রাম ও বিজয়ের গৌরবোজ্জ্বল স্মারক।শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দিনটি উপলক্ষে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন প্রোগ্রাম ও অনুষ্ঠান কর্মসূচি পালন করছি। 

তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও শহীদ বুদ্ধিজীবীদের সম্মান অক্ষুণ্ন রাখাই হোক আজকের দিনের অঙ্গীকার।

উল্লেখ্য: অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.