× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে নীলফামারীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং নীলফামারী সরকারি কলেজের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির সূচনা হয় সকাল ৯টায়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ কলেজ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে নীলফামারী সরকারি কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফিরোজুল আলম।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে তাঁদের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই আত্মদান ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি।

নীলফামারী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের রসায়ন বিভাগের প্রফেসর জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.