× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট :

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩টায় জেলা পরিষদ (পুরাতন) মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের মিশন চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে ফেডারেশনের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ তারা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি ও সভাপতি, পৌর বিএনপি, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, লালমনিরহাট।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাপ হোসেন, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক, লালমনিরহাট; মোঃ আবুল খায়ের ভুইঁয়া, সহ-সভাপতি, কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন; মোঃ শরিফুল ইসলাম রতন, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, লালমনিরহাটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন মোঃ সাইদুর রহমান, কার্যনির্বাহী সভাপতি, কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোঃ ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আল-আমিন, সভাপতি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, লালমনিরহাট জেলা শাখা।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ৫শতাধিক গরীব ও অসহায় নারী পুরুষের মধ্য কম্বল বিতরণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.