× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমত আরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হো‌সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা লুৎফুননেছা বেগম, ওসি (ইন্টেলিজেন্স) মো. ইউনুছ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলাল হোসেন, পল্লী সঞ্চয় কর্মকর্তা রাশেদা বেগম, তথ্যসেবা কর্মকর্তা আসমাউল হোসনা তন্বী, ইউডিএফ কর্মকর্তা পাপিয়া চাকমা এবং উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনা।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। এই আত্মত্যাগ জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.