ছবি: সংবাদ সারাবেলা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে বাগেরহাট প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিট, জেলা মহিলা দল, জেলা শ্রমিক দল এবং বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার দিনব্যাপী বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় নেতা কর্মী সমর্থক ও সাধারণ জনতা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। আইনি লড়াইয়ের মাধ্যমে বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফেরত আনার মহানায়ক হিসেবে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার রাতে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট শহরের পুরাতন শিল্পকলা একাডেমির এসি লাহা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, এডভোকেট আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, ফকির তারিকুল ইসলাম, এডভোকেট মাহাবুব মোরশেদ লালন (পিপি) জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, কোট মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার নাগরিক বৃন্দ।
সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে দেওয়া গণসংবর্ধনায় ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাংবাদিক মোশাররফ হোসেন, এডভোকেট শাহ আলম টুকু, বাবুল সরদার, আহাদ হায়দার, এস এম রাজ, হেদায়েত হোসেন লিটন, আলী আকবর টুটুল, শওকত আলী বাবু,আবু সাঈদ শুনু, আব্দুর রব মোল্লা, আরিফুল ইসলাম আকিঞ্জি, আলিফ ঘটক, সোহেল রানা বাবু, মিরানুজ্জামান মিরনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যমুনা টিভির প্রতিনিধি শেখ ইয়ামিন আলী।
শহরের সোনাতলা এলাকায় শেখ ভবনে বেলা তিনটায় জেলা মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী শিরিনা আক্তার, নার্গিস আক্তার লুনা, এডভোকেট শিরীনা আক্তার, রোজি বেগম, মুক্তা খানম জেলা যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, আতিয়ার রহমান, ছাত্রনেতা আরিফুল ইসলামসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মহিলা নেতৃবৃন্দ।
বেলা ১১ টায় জেলা শ্রমিক দল এবং বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা সর্দার ওয়াহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, শ্রমিক নেতা আবুল কাশেম সেলিম ভূঁইয়া, আবু হানিফ শানু, মোহাম্মদ জাহিদুল ইসলাম, গাজী টিটো, মোহাম্মদ মেহেদী হাসান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
