× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিটের সংবাদ সম্মেলন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০২ পিএম । আপডেটঃ ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চাঁদা না দেওয়ার অজুহাতে গত শনিবার গরু ব্যবসায়ী কসাই উজ্জ্বল শেখকে নির্মম ও অমানবিকভাবে মারপিট করে দুর্বৃত্তরা। এর  প্রতিবাদে দুর্বৃত্তদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পরদিন রোববার ভিকটিমের বাড়িতে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন ভিকটিমের মা ফাতেমা, বোন মনোয়ারা, ভাইবৌ লতা ও মেয়ে আশা। উজ্জ্বল শেখ বনপাড়া পৌরশহরের মৃত মফিজ উদ্দিন শেখের পুত্র। তিনি বনপাড়া বাজারের কসাই পট্টিতে গবাদি পশুর মাংস ক্রয়-বিক্রয় করেন।  

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত শনিবার দুপুর ২টার দিকে ব্যবসায়ী উজ্জ্বল গরু ক্রয়ের জন্য ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক বনপাড়া পৌরশহরের ভাংড়িপট্টির একটি ঘরে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এক দল দুর্বৃত্ত।

তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় নির্মম ও অমানবিকভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে ও তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মারপিটে গুরতর অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উজ্জ্বল শেখ। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির অন্যান্যরা ভিকটিমের কাছে রাজশাহীতে থাকায় এ পর্যন্ত জিডি দাখিল করা হয়নি বলে তারা জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.